b

Image
 সত্যিই বিচ্ছেদ হচ্ছে ঐশ্বরিয়া-অভিষেকের? দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের অন্দরে অশান্তির গুঞ্জন। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। সম্প্রতি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে এই গুঞ্জন আরও তীব্র হয়েছে। কারণ, বিয়েবাড়িতে দুই ভাগে হাজির হয়েছিল বচ্চন পরিবার। মেয়ে আরাধ্যকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন ঐশ্বরিয়া। যদিও অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। পাশে ছিল মেয়ে আরাধ্য বচ্চনও। তবে সম্প্রতি অভিষেকের একটি পোস্টকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। সামাজিক মাধ্যমে হিনা খন্ডেলওয়াল নামের এক নারী ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কীভাবে বাড়ছে, সেটি নিয়ে একটি পোস্ট করেন। লিখেছেন, ‘ভালোবাসাই যখন কঠিন হয়ে ওঠে, দীর্ঘকাল বিবাহিত জীবন যাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন। কী এমন ঘটে, যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয়?’ কীভাবে দিন দিন বিবাহবিচ্ছেদের হার বাড়ছে, তারও বিস্তারিত বর্ণনা আছে পোস্টে। সেখানে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদ মোটেও সহজ বিষয় নয়। প্রত্যেকেই স্বপ্ন দেখেন সারা জীবন একসঙ্গে থাকার, বয়স হলেও পরস্পরের হাতে হাত রাখার।...

 

A wild cat pounced on a baby dog with fierce intent. The tiny pup whimpered, caught off guard by the sudden assault. Its small frame trembled in fear as the cat's claws dug into its furDesperate yelps filled the air as the dog struggled to break free from the cat's grasp. Nearby, frantic barks echoed, signaling for help. With swift determination, the pup's mother lunged at the cat, teeth bared and growls resounding. Startled, the cat released its hold, fleeing into the wilderness. Though shaken, the baby dog was safe, cradled in its mother's protective embrace.

Comments

Popular posts from this blog

ঔষধি গুন সমৃদ্ধ হাতি শুর গাছ

কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম গণবিজ্ঞপ্তি/পাসপোর্ট/রিপোর্ট